ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
নওগাঁয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহরের বরুনকান্দি মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

ঢাকার বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সহযোগিতায় নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, এফবিসিসিআই-এর পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুল ইসলাম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদিন, নওগাঁ চেম্বার অফ কমার্স অব ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।