ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতসহ ৩ দেশে যাচ্ছে সুইফট ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ভারতসহ ৩ দেশে যাচ্ছে সুইফট ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ ভারতসহ ৩ দেশে যাচ্ছে সুইফট ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ

ঢাকা: ভারত, নেপাল ও ভুটানে পাওয়া যাচ্ছে প্রাণ-আরএফএল-এর টয়লেট্রিজ পণ্য- সুইফট টয়লেট ক্লিনার, গ্লিটার ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার ও রে ডিটারজেন্ট পাউডার।

ভারতের কয়েকটি রাজ্যসহ ওই তিন দেশে এসব পণ্যের চাহিদা থাকায় এরই মধ্যে রফতানিও বৃদ্ধি পেয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বাংলানিউজকে বলেন, চলতি মাসে আমরা মিজোরাম, মনিপুর ও মেঘালয়ে টয়লেট্রিজ পণ্য রফতানি শুরু করেছি।

এর আগে ২০১৭ সালের আগস্টে ত্রিপুরা, আসাম ও নাগাল্যান্ডে পণ্য পাঠানোর মাধ্যমে ভারতে সুইফট, গ্লিটার ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ পণ্যের রফতানি শুরু হয়। আমাদের লক্ষ পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও টয়লেট্রিজ পণ্য রফতানি করা।

তিনি আরো বলেন, আমরা এরই মধ্যে আরও কয়েকটি দেশে এসব ট্রয়লেট্রিজ পণ্য রফতানির উদ্যোগ নিয়েছি। শিগগিরই ওমান, দুবাই, সৌদি আরব, কাতার ও আফ্রিকায় এসব পণ্য পাওয়া যাবে।

সান বেসিক কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন বাংলানিউজকে বলেন, প্রতিযোগিতামূলক দামে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করায় দেশের বাজারে আমাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। গত বছরে আমাদের মাসিক উৎপাদন ক্ষমতা ছিল ৩০০০ টন। বর্তমানে এর মাসিক উৎপাদন ক্ষমতা ১২০০০ টনের বেশি।

তিনি আরও বলেন, আমরা শিগগিরই বিউটি সোপ, শ্যাম্পু, বডি ওয়াশ ও বডি লোশন বাজারে আনতে যাচ্ছি। আশা করি আমাদের এসব পণ্য জনপ্রিয়তা পাবে।
 
সান বেসিক কেমিক্যালসের টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, লন্ড্রি সাবান, ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি, মেহেদি ও নেইল পলিশ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় উৎপাদিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।