ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিত্যপণ্যের মজুদ চাহিদার চেয়ে বেশি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
নিত্যপণ্যের মজুদ চাহিদার চেয়ে বেশি নিত্যপণ্য

ঢাকা: চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, আটা, চিনি, খেজুরসহ রমজানে বিশেষ চাহিদা সম্পন্ন নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় পণ্য কয়েকগুণ বেশি থাকায় রমজানে এসব পণ্যের দামে কোনো হেরফের হবে না বলে আশ্বস্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

খাদ্যপণ্যের মজুদ, আমদানি-রফতানির বর্তমান অবস্থা ও সংকট উত্তরণের উপায় নিয়ে রোববার (০১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রমজানে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ ও মূল্য স্বাভাবিক থাকবে।

চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে। তাই ব্যবসায়ী বা ভোক্তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। রমজান মাসকে সামনে রেখে দেশে উৎপাদনের পাশাপাশি চাল, ভোজ্য তেল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে।

সঙ্গত কারণে পবিত্র রমজান মাসে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে, মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। শুধু রমজান মাসেই নয়, সারা বছর দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে।
ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  ছবি: বাংলানিউজদেশে বছরে ১৫ লাখ মে. টন এবং রমজান মাসে আরো ২.৫ লাখ মে.টন মোট ১৭.৫ লাখ মে. টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। গত বছর দেশীয় উৎপাদন ছিল ৭.০৫ মে. টন এবং আমদানি করা হয়েছিল ২৯.২ লাখ মে. টন। গত ৮ মাসে আমদানি হয়েছে ১৪.৩১ লাখ মে. টন।  

বছরে চিনির চাহিদা ১৬ লাখ মে. টন, রমজান মাসে অতিরিক্ত প্রয়োজন হয় আরো ৩ লাখ মে.টন সর্বমোট বছরে চাহিদা ১৯ লাখ মে. টন। গত বছর চিনি আমদানি হয়েছে ১৭.৩৭ লাখ মে.টন। গত আট মাসে আমদানি হয়েছে ৩.৬৫ লাখ মে. টন এবং স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে ৬৮,৫৬২  মে. টন।  

বছরে ছোলার চাহিদা ১ লাখ মে.টন এবং রমজান মাসে আরো ৮০ হাজার মে. টন প্রয়োজন হয়। গত বছর ছোলা আমদানি হয়েছে ৫.০৮ লাখ মে.টন এবং এ বছর আট মাসে আমদানি হয়েছে ১.৯৮ মে.টন। পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে ও মূল্যও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত পর্যাপ্ত রয়েছে  এবং মূল্য স্বাভাবিক রয়েছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান জহিরউদ্দিন আহমেদ, টিসিবি-এর চেয়ারম্যান ব্রি.জে. সালেহ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামূল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. মফিকুল ইসলাম লস্কর, আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক এ আর এম নজমুস ছাকিল, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রড-সিমেন্টের দর নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে
রড, সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীর বিষয়ে আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ স্টিল অ্যাসোসিয়েশন ও সিমেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে দেশে চলমান রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি রোধে করণীয় নিয়ে আলোচনায় একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাছির উদ্দিন, রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনোয়ার হোসেন, সিমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা কামাল এবং এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সেক্টরের নেতারা উপস্থিত ছিলেন।

রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহিত রয়েছেন। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে। দলের শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের বছর হওয়ায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।