ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রকমারি ডট কমে ক্যাসিওর ক্যালকুলেটর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
রকমারি ডট কমে ক্যাসিওর ক্যালকুলেটর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বিশ্ববিখ্যাত ক্যালকুলেটর নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসিও’র একমাত্র অনলাইন পরিবেশক হিসেবে বাংলাদেশে কাজ করবে ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডট কম।

সম্প্রতি অন্যরকম গ্রুপের প্রধান কার্যালয়ে ক্যাসিও বাংলাদেশ এবং রকমারি ডট কমের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, রকমারি ডট কম ক্রেতাদের হাতে আসল পণ্য তুলে দিতে বদ্ধপরিকর। তাই ক্যাসিও’র সঙ্গে চুক্তি করে বাংলাদেশের মানুষের হাতে আসল পণ্য তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।

ব্যাকবোন লিমিটেডের চেয়ারম্যান মাহীন মতিন বলেন, বাংলাদেশে ক্যাসিওর বিভিন্ন পণ্যের বিশাল চাহিদা রয়েছে। কিন্তু এখানে ক্যাসিওর নামে যে পণ্য ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে তা আসল নয়। তাই রকমারি ডট কমের সাথে কাজ করে আমরা বাংলাদেশের সবার হাতে আসল পণ্য তুলে দিতে চাই।

ই-এডুকেশনের প্রধান নির্বাহী কাইতো মাওয়া বলেন, রকমারি ডট কম শুধু ই-কমার্স হিসেবে নয়, সুন্দর সমাজ নির্মাণে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমেও প্রশংসিত হয়েছে। আমরা রকমারি ডট কমের সাথে কাজ করতে পেরে আনন্দিত।

যারা ক্যাসিওর ক্যালকুলেটর সংগ্রহ করতে আগ্রহী তারা রকমারি ডট কমের ওয়েবসাইটে কিংবা ১৬২৯৭ নম্বরে কল করে অর্ডার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।