ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ষষ্ঠ বছরে এসবিএসি ব্যাংক, কেক কেটে উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ষষ্ঠ বছরে এসবিএসি ব্যাংক, কেক কেটে উদযাপন এসবিএসি ব্যাংকের ষষ্ঠ বছরে পদার্পণ অনুষ্ঠান/ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চম বছর থেকে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। এ উপলক্ষে সোমবার (০২ এপ্রিল) প্রধান কার্যালয়ে কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

মঙ্গলবার (০৩ এপ্রিল) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো গোলাম ফারুকের বাবার মৃত্যুতে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো নজরুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান মো গোলাম নবী, এসইভিপি মো কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।