ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. নাজমুল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. নাজমুল 

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. নাজমুল হাসান। পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এর আগে বিকেলে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেন।

এরপরই রাতে ব্যাংকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদে নতুন নিয়োগ পেয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সদস্য ড. নাজমুল হাসান।  

১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করা প্রফেসর মো. নাজমুল হাসান উন্নয়ন অর্থনীতি ও হিউম্যান নিউট্রিশন উচ্চশিক্ষা নিয়েছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।