ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে কোরিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে কোরিয়া কোইকা সভাপতি লি মি-কিউংয়ের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী

ঢাকা: ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন কোরিয়া। সেজন্য দেশটি এর ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ কার্যালয়ে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সভাপতি লি মি-কিউংয়ের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনায় সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেবে কোরিয়া। দেশটির (কোরিয়া) একসময় যানজট ছিলো অন্যতম সমস্যা। তবে তারা সে সমস্যা কাটিয়ে উঠেছে। বর্তমানে তাদের সে সমস্যা নেই। তারই ধারাবাহিকতায় ঢাকায় কাজ করবে কোরিয়া।  

তিনি আরো বলেন, কোরিয়ার দাইয়ু, হুন্দাই, এলজি’র মতো বড় বড় কোম্পানি রয়েছে। এসব কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। কোইকা’র সভাপতি আমাকে কথা দিয়েছেন। তিনি কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বলবেন।

বাংলাদেশ একটি চমৎকার দেশ, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

রোহিঙ্গা ইস্যু নিয়ে কোইকা সভাপতি কি বার্তা দিয়েছেন?  এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কোইকা সভাপতি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সাময়িক। এটি বেশিদিন থাকবে না।  

সমস্যাটি নিরসনে কোরিয়ান সরকারের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সভাপতি লি মি-কিউং আলোচনা করবেন বলেও জানান মুস্তফা কামাল।                                    

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।