বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এসিআই মটরসের প্রধান কার্যালয় এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয় ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র প্রথম গ্রাহকগণের হস্তান্তর অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. আরিফ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই লিমিটেড, ড. এফএইচ আনসারী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসিআই মটরস লিমিটেড।
এছাড়া ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র গ্রাহক, এসিআই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফোটন বিশ্বের সর্ববৃহৎ কমার্শিয়াল ভেহিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ফোটন কর্তৃক উৎপাদিত ও বিপণনকৃত মোট ৮০ লাখ কমার্শিয়াল ভেহিক্যাল, বৈশ্বিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
বাংলাদেশে এসিআই মটরস ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র একমাত্র পরিবেশক। ফোটন কর্তৃক উৎপাদিত সব প্রকার কমার্শিয়াল ভেহিক্যাল যেমন- ১-৩.৫ টন পিকআপ, ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মাইক্রোবাস, এসইউভি, ডাম্প ট্রাক, প্রাইম মুভার, ট্রানজিট মিক্সার ইত্যাদি এসিআই মটরস বিপণন শুরু করেছে।
ভবিষ্যতে এসিআই মটরস স্থানীয়ভাবে কমার্শিয়াল ভেহিক্যাল সংযোজনে ও উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। কৃষি যন্ত্রপাতি, কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও মোটরসাইকেলসহ অন্যান্য পণ্যে এসিআই মটরস বিক্রয়ত্তোর সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯ৎ
এনটি