ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওসাকায় এশিয়ান ফ্যাশন ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
ওসাকায় এশিয়ান ফ্যাশন ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশ ওসাকায় এশিয়ান ফ্যাশন ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশ

ঢাকা: জাপানের এশিয়ান ফ্যাশন ফেয়ারে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকায় আয়োজিত এ মেলা মঙ্গলবার (৯ এপ্রিল) শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।

 
 
টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তত্ত্বাবধানে দেশের পোশাক খাতের পাঁচটি প্রতিষ্ঠান তাদের প্রস্তুতকৃত উন্নতমানের ও আধুনিক পণ্য নিয়ে সম্মানজনক এ আসরে অংশগ্রহণ করছে। টোকিওর বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতা করছে। দূতাবাসের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা এতে সন্তোষ প্রকাশ করেছেন।
   
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এ মেলাকে ব্যবসার প্রসার ও নেটওয়ার্কিংয়ের এক সুবর্ণ সুযোগ বলে মনে করেন। উল্লেখ্য ২০১৮ সালে জাপানে আমদানিকৃত পোশাক খাতে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে।  

এছাড়া সকালে ইপিবি কর্মকর্তারা ও দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মাদ হাসান আরিফ ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে চেম্বার নেতাদের সঙ্গে একটি সভায় মিলিত হন। এ সময় তারা দু’দেশের বাণিজ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ওসাকায় বাংলাদেশের পোশাক খাতের বাজার বাড়ানো নিয়ে আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।