ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্চে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
মার্চে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৫ শতাংশ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান/ফাইল ফটো

ঢাকা: ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশে। খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

মার্চে হয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ। জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। বছরের প্রথম মাস থেকেই ধারবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। ২০১৮ সালের মার্চে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ। এটাকে আমরা স্থিতিশীল বলতে পারি।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে খাদ্য উপখাতেও মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭২ শতাংশে। আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ।
 
খাদ্যবহির্ভূত উপখাতে শূন্য দশমিক ২২ শতাংশ কমে মার্চ শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ২৯ শতাংশে। ফেব্রুয়ারিতে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫১ শতাংশ।

প্রতিবেদন বলছে, মার্চ শেষে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় মজুরি বেড়ে হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ। আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।

মার্চ শেষে শহরের মূল্যস্ফীতি শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশে। আগের মাসে ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ।

গ্রামের মূল্যস্ফীতি শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে মার্চ শেষে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশে। ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক কৃষ্ণা গায়েন বলেন, শাক-সবজি ও মুরগির দাম বাড়ায় ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।