ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীর আম রপ্তানিতে সহযোগিতা করবে বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
রাজশাহীর আম রপ্তানিতে সহযোগিতা করবে বিজিএমইএ স্কুল প্রাঙ্গণে বিজিএমইএ সভাপতিকে স্বাগত জানাচ্ছেন আয়োজকরা

রাজশাহী: রাজশাহীর আম বিদেশে রফতানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, আমের সময় রাজশাহীর নামটি চলে আসে। এ অঞ্চলের আম বিদেশে রফতানির জন্য বিজিএমইএর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

রুবানা হক বলেন, রাজশাহীর আম অত্যন্ত সুস্বাদু।

বিদেশে এর ব্যাপক চাহিদা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খুব বেশি আম রপ্তানি হচ্ছে না। অধিক পরিমাণে আম রফতানি করা গেলে চাষিরা লাভবান হবেন।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম পান্না।  

আরও বক্তব্য দেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক মিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, স্কুলটির প্রধান শিক্ষক রোজিনা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।