ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নগদের সঙ্গে ক্লিকজো’র চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
নগদের সঙ্গে ক্লিকজো’র চুক্তি

ঢাকা: ই-কমার্স মার্কেট প্লেস ক্লিকজো ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন মাধ্যম ‘নগদ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগদের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে প্রথমবারের মতো ক্যাশ-অন-ডেলিভারিতে পণ্য ডেলিভারি নিয়ে ক্রেতারা পাবেন ক্যাশব্যাক।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিকজো’র প্রধান নির্বাহী মোহাম্মদ শাফকাত আলম, অপারেশনস ম্যানেজার মাহাদি হাসান, নগদের হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সোলায়মান সুখন, হেড অব বিসনেজ (সেল) মোহাম্মদ সিহাব উদ্দিন চৌধুরীসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ক্লিকজো থেকে পণ্য কেনাকাটা করলে ক্রেতারা ১৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত) পাবেন। এই ক্যাশব্যাক অফারটি ক্রেতারা উপভোগ করতে পারবেন নগদ অ্যাকাউন্টের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
আরএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।