এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এফ এইচ আনসারী এবং ফায়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক হেনরিক ন্যাবী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
দেশের শীর্ষস্থানীয় অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস।
সেবার পরিধি আরও বাড়াতে এসিআই মোটরস ফায়ার এক্সপ্রেসের সঙ্গে এ ডিলারশিপ চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী, এসিআই মোটরস বাংলাদেশে ফায়ার এক্সপ্রেসের পণ্যসমূহের একমাত্র পরিবেশক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বাংলাদেশ বিশেষত ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। এখানকার মানুষ আগুনের বিপদ সম্পর্কে সঠিকভাবে অবগত এবং শিক্ষিত নয়। তার ওপরে পানির স্বল্পতাও রয়েছে। এখানে গতানুগতিক মেশিন ব্যবহার করা হয় যেগুলো তুলনামূলকভাবে ভারী। দেশটিতে এমন সমাধানের প্রয়োজন, যা তুলনামূলকভাবে হালকা মেশিন এবং কম পানি ব্যবহার করে। ফায়ার এক্সপ্রেসের লক্ষ্য হচ্ছে, এমন অগ্নিনির্বাপক মেশিন সরবরাহ করা, যা দ্রুত আগুন নেভাতে সক্ষম এবং একই সময়ে পানির ব্যবহারের পরিমাণ হ্রাস করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের বাণিজ্যিক পরামর্শদাতা জ্যাকব কাল জেসপেন ও জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা মিস সামিনা আহসান উপস্থিতি ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরবি/