দেশের তথ্যপ্রযুক্তি বিটের গণমাধ্যম কর্মীদের সংগঠন বিআইজেএফ'র সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেন।
বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালী কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
দুই পক্ষের সাক্ষাৎকালে ইভ্যালী সিইও মোহাম্মদ রাসেল বলেন, দেশের আইসিটি খাতের সাংবাদিকদের দীর্ঘ দিনের স্বনামধন্য সংগঠন বিআইজেএফ। দেশের আইসিটি এবং ই-কমার্স খাতে উন্নয়নে আইসিটি সাংবাদিকদের অবদান অপরিসীম। আমাদের কার্যালয়ে সংগঠনের সদস্যরা পরিদর্শনে আসায় আমরা আনন্দিত। আমাদের সঙ্গে বিআইজেএফ এর সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা।
বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, দেশের ই-কমার্স খাতের অন্যতম নবীন সদস্য ইভ্যালী। নিজেদের যাত্রা শুরুর খুবই কম সময়ের মধ্যে বাজারে দারুণ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে এটি আমাদের দেশীয় উদ্যোগ। পেশাজীবী সাংবাদিকদের সংগঠন হিসেবে বিআইজেএফ সবসময় প্রতিষ্ঠানটির পাশে থাকবে বলে আশা রাখি।
সাক্ষাৎকালে দেশীয় ই-কমার্স এবং আইসিটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচএস/এইচএমএস/আরএ