বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে এ সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জানা গেছে, এখনো সক্ষম অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসেনি। তবে আগামী ৩০ নভেম্বর সময় শেষ হওয়ার পর নিবন্ধনের আওতার বাইরে থাকা প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থান নেবে এনবিআর।
এদিকে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন না হলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে এনবিআর।
ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য www.vat.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএমএকে/আরবি/