ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বুলবুল’র কারণে বন্ধ থাকবে মোংলা ইপিজেডের সব ফ্যাক্টরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
‘বুলবুল’র কারণে বন্ধ থাকবে মোংলা ইপিজেডের সব ফ্যাক্টরি

বাগেরহাট: ‘বুলবুল’র কারণে মোংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) সব ফ্যাক্টরি দুই দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (০৯ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে আসলে বৈরী আবহাওয়ার কারণে শনিবার ও রোববার ইপিজেডের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মোংলা ইপিজেডের মহা-ব্যবস্থাপক মাহবুব আহমেদ সিদ্দিক বাংলানিউজকে বলেন, সকালে শ্রমিকরা কাজে এসে কিছুক্ষণ কাজ করার পরে বৈরী আবহাওয়ার কারণে আমরা তাদের ছুটি দিয়েছি।

তবে আজকের দিন তাদের ওয়ার্কিং ডে হিসেবে গণ্য হবে। আগামীকাল ঈদে মিলাদুন্নবী,  কিছু কিছু ফ্যাক্টরিতে এ উপলক্ষে ছুটি রয়েছে। তবে যেসব ফ্যাক্টরি খোলা ছিল সেসব ফ্যাক্টরি বন্ধ রাখতে বলা হয়েছে।

বাগেরহাট জেলার মোংলা ইপিজেডে ২৩টি ফ্যাক্টরিতে বর্তমানে সাড়ে পাঁচ হাজার শ্রমিক কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা,  নভেম্বর ০৯, ২০১৯
কেএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।