অনুষ্ঠানে রাজশাহী কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম, যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা, জাফর ইমাম ও উপ-কর কমিশনার (সদর দফতর-প্রশাসন) আবু নসর মো. মাহবুবুজ্জামান, উপ-কর কমিশনার জাহাঙ্গীর আলম ও মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, রাজশাহী অঞ্চলে আয়কর আদায়ের পরিমাণ বেড়েছে।
করদাতাদের উদ্বুদ্ধ করতে এবং কর ও আয়কর রিটার্ন জমা নিতে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। নতুন করদাতারা পাবেন ই-টিআইএন সনদ।
আয়কর মেলায় করদাতারা তাদের রিটার্ন দাখিল ও ই-রেজিস্ট্রেশন করতে পারবেন। কর মেলায় আগতরা আয়কর অধিক্ষেত্র জানতে পারবেন। আয় করদাতাদের রিটার্ন ফরম পূরণে সহযোগিতা করা হবে। ব্যাংক, বুথে আয়কর জমা দেওয়া যাবে। মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসএস/আরবি/