বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমার প্রকৃত সম্পদ ৬৮ কোটি ২২ লাখ টাকা।
‘আমার বড় মেয়ের সম্পদের অংক ৪১ কোটি ১৩ লাখ টাকা। করযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ টাকা। ছোট মেয়ের সম্পদ ৬১ কোটি ৮২ লাখ টাকা। করযোগ্য আয় ৬ কোটি ৮৬ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ টাকা। সব মিলিয়ে আমার পরিবারের চার জনের মোট সম্পদের অংক ৩২১ কোটি ৬৫ লাখ টাকা। মোট কর দেওয়ার অংক ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৫৬ টাকা।
অর্থমন্ত্রী বলেন, ১৯৭০ সালে আমি প্রথম ট্যাক্স দেই। সে সময় ৫৬০ পাকিস্তানি রুপি ট্যাক্স দিয়েছিলাম। ১৯৯৬-৯৭ সাল থেকে গত ২৪ বছরে আমি ও আমার পরিবার ৫১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা কর দিয়েছি। আর এ বছর দিলাম সাত কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৫৬ টাকা।
তিনি বলেন, আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। এজন্য সবাইকে ট্যাক্স দিতে হবে।
তিনি আরও বলেন, অনিয়ম অনেক কমেছে। সবাই যথাযথভাবে ট্যাক্স দিচ্ছে। তবে ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে যদি কোনো অফিসার খারাপ ব্যবহার বা অবৈধভাবে কিছু করার চেষ্টা করেন, তাহলে আমাকে অবহিত করবেন। আমি এ ব্যাপারে কাউকে ছাড় দেবো না। যিনি অনিয়ম করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাই ন্যায়ের পথে থেকে কাজ করুন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসএমএকে/এইচএ/