আগামী ৩ বছর একসঙ্গে কাজ করার জন্য ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে এবং বিজিএমইএ'র সভাপতি ড. রুবানা হক।
বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তি পোশাকশিল্প এ দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিশাল অবদান রাখে, যা সর্বমোট জিডিপির ১১ শতাংশ।
চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) ইউনিলিভার ও বিজিএমইএ যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জিএমইএ’র সভাপতি ড. রুবানা হক, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়ে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ওএইচ/