ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাক শিল্পখাত সংস্কারে একযোগে কাজ করবে বাংলাদেশ-ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
পোশাক শিল্পখাত সংস্কারে একযোগে কাজ করবে বাংলাদেশ-ইইউ

ঢাকা: রোডম্যাপ অনুযায়ী শ্রমসংস্কার, নিরাপদ, দক্ষ ও টেকসই পোশাক শিল্পখাত গড়ে তুলতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় পার্লামেন্টে ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ পোশাক শিল্প বাণিজ্য: বাস্তবতা পরীক্ষার সময়’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় পিপলস পার্টির পক্ষ থেকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য থমাস জেসোভস্কি ও ব্রাসেলসে বাংলাদেশের দূতাবাস যৌথভাবে এ সভার আয়োজন করে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে তৈরি পোশাক শিল্পখাত বিশেষ অবদান রয়েছে। আর এ খাতে বিশেষ পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন নারী শ্রমিকরা। চার দশক ধরে ভেতর ও বাইরে নানা চ্যালেঞ্জ থাকলেও এ খাত এগিয়ে চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্ট্রেন স্কুল অব বিজনেসের অধ্যাপক মাইকেল এইচ পোসনার, ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।