ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিজড়াদের পাশে এলজি ইলেকট্রনিক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
হিজড়াদের পাশে এলজি ইলেকট্রনিক্স হিজড়াদের মধ্যে এক জোড়া করে ভেড়া বিতরণ করা হচ্ছে।

ঢাকা: দিনাজপুর জেলার বাঙ্গিবেচা সদরের মানবপল্লী গ্রামে হিজড়াদের মধ্যে ভেড়া বিতরণ করেছে এলজি ইলেকট্রনিক্স।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এলজি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলজি অ্যাম্বেসেডর প্রোগ্রাম-২০১৯ এর আওতায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ২৫ জন হিজড়াদের মধ্যে এক জোড়া করে সর্বমোট ৫০টি ভেড়া দেওয়া হয়।

এছাড়া প্রত্যেককে ভেড়া রক্ষণাবেক্ষণের জন্য প্রথম কিস্তি হিসেবে এককালীন অর্থ এবং প্লাস্টিক বোল দেওয়া হয়।

প্রকল্প অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান জামিল, দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হাজী মোহাম্মদ, এলজি বাংলাদেশের সম্মানিত কর্মকর্তারা, প্রকল্প অ্যাম্বেসেডর নোমান আমীন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএসআর ম্যানেজার (এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ) মো. গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।