ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রে রফতানি হবে ওয়ালটনের স্মার্টফোন, ভারতে এসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
যুক্তরাষ্ট্রে রফতানি হবে ওয়ালটনের স্মার্টফোন, ভারতে এসি .

গাজীপুর: যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হবে দেশীয় কোম্পানি ওয়ালটনের তৈরি স্মার্টফোন। আর ভারতে রফতানি করা হবে কোম্পানিটির তৈরি এয়ার কন্ডিশনার (এসি)। একই সঙ্গে দেশেই এলিভেটর ও লিফট তৈরি শুরু করেছে ওয়ালটন। 

রোববার (০১ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ কর্মযজ্ঞের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে ওয়ালটনের মতো আরও প্রতিষ্ঠান গড়ে উঠবে।

যারা বিশ্ববাজারে পণ্য রফতানি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।  

অর্থমন্ত্রী বলেন, ওয়ালটন উন্নতমানের পণ্য তৈরি করছে। যা আমাদের জন্য বিশ্বাস ও আস্থার জায়গা।  

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে অর্থমন্ত্রী দেশের প্রথম এলিভেটর কারখানার উদ্বোধন করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রফতানি, ভারতে বিপুল পরিমাণ এসি রফতানি, ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আরওএস’ ও অল-ইন-ওয়ান ওয়ালটন পিসি উদ্বোধন করেন তিনি।  

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি এ দেশের মানুষের অর্থনীতির মুক্তির জন্য যুদ্ধ করেছেন। তিনি চেয়েছিলেন, একটি সুন্দর বাংলাদেশ। যে দেশের কোনো মানুষ না খেয়ে ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমাতে যাবে না। তাদের সন্তানদের স্বাস্থ্যসেবা, আবাসন ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা থাকবে।  

‘বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা শুরু করলেন। কিন্তু তিনি সেই কাজ করে যেতে পারেননি। তারপর দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। জাতির পিতার দেখানো পথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই সোনার বাংলা পরিণত হবে বাংলাদেশ। ‘

এ সময় ওয়ালটন কারখানাকে বেসরকারি হাই-টেক পার্ক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ওয়ালটনের একটি চুক্তিও সই হয়।  

ওয়ালটন জানায়, বর্তমানে দেশে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে ওয়ালটন। ভবিষ্যতে তা ১০ লাখে উন্নীত করা হবে।

ওয়ালটনের গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী বলেন, ওয়ালটন বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ওয়ালটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বর্তমানে এক লাখ লোকের কর্মসংস্থান তৈরি করেছে।  

আগামীতে ওয়ালটন ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করার সর্বাত্নক চেষ্টা করছে বলে জানান তিনি।  

উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় রেফ্রিজারেটর, কম্প্রেসর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স,  ডাই-মোল্ড ইত্যাদি কারখানা গড়ে তুলেছে ওয়ালটন। দেশের মানুষের চাহিদা মিটিয়ে যা রফতানি হচ্ছে বিশ্ববাজারে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।