ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পারফিউম ব্র্যান্ড জোনাকির যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
পারফিউম ব্র্যান্ড জোনাকির যাত্রা শুরু পারফিউম ব্র্যান্ড জোনাকির উদ্বোধনে অতিথিরা

ঢাকা: বাংলাদেশি উদ্যোক্তা নাসরিন জামির উদ্যোগে চালু হলো পারফিউম ব্র্যান্ড জোনাকি।

রোববার (১ মার্চ) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পারফিউম ব্র্যান্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নাসরিন জামির ছাড়াও আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই হ্যারিভারওয়েজ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও বিজিএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক।

এতে আরও জানানো হয়, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পারফিউম ব্র্যান্ডটি এককভাবে পরিবেশন করছে। ছেলেদের জন্য দু’টি ও মেয়েদের জন্য তিনটি আলাদা প্রকারের সুগন্ধি নিয়ে জোনাকি পারফিউম দেশের নামকরা পারফিউম দোকানগুলোতে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।