ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজারে প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
মৌলভীবাজারে প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স মৌলভীবাজারে প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স।

ঢাকা: লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার লিড ব্যাংক হিসাবে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে প্রিমিয়ার ব্যাংক।

এতে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে উঠায়ই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রসাশক (ডিসি) নাজিয়া শিরিন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্ম-পরিচালক মোজতবা রুম্মন চৌধুরী।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার ও প্রিমিয়ার ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা।  

স্কুল ব্যাংকিং কনফারেন্সে মৌলভীবাজারের ৪০টি স্কুলের প্রায় তিনশ শিক্ষার্থী  ও ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরঅইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।