ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
খুলনার বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা খুলনার বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা। ছবি: বাংলানিউজ

খুলনা: দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সংবাদ প্রকাশের জেরে বন্ধ করে দেওয়া হল খুলনা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

উদ্বোধনের এক সপ্তাহের মাথায় সোমবার (১৬ মার্চ) রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাণিজ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনার বাণিজ্যমেলা বন্ধ থাকবে।

এর আগে বুধবার (১১ মার্চ) খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ১৯তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়।

খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।

উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) ‘স্কুল-কলেজ বন্ধ হলেও চলছে খুলনার বাণিজ্যমেলা’ ও বুধবার (১১ মার্চ) ‘প্রধানমন্ত্রীর আহ্বান উপক্ষো করে খুলনায় বাণিজ্যমেলা শুরু’ এ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়।

** স্কুল-কলেজ বন্ধ হলেও চলছে খুলনার বাণিজ্যমেলা
** প্রধানমন্ত্রীর আহ্বান উপক্ষো করে খুলনায় বাণিজ্যমেলা শুরু

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।