ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে বাণিজ্য মেলা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
সিলেটে বাণিজ্য মেলা স্থগিত

সিলেট: করোনা ভাইরাস আতঙ্কে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স নেতাদের জরুরি বৈঠকে মেলার সব কার্যক্রম সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে প্রবেশ টিকিটের ওপর পূর্বনির্ধারিত ২২ মার্চের ড্র-ও স্থগিত করা হয়।

পরে সিলেট চেম্বার সচিব জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে চলমান মেলা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। মেলা পুনরায় শুরু ও প্রবেশ টিকিটের ওপর ড্র আগামীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।