ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুজিববর্ষ: আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষ: আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরটির আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্য কার্যক্রম। তবে বুধবার (১৮ মার্চ) সকাল থেকে যথা নিয়মে বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পুনরায় চালু হবে।

 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বন্দরে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী নেতারা। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদেরও অবগত করা হয়েছে।

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টারখ্যাত সাত রাজ্যে যায়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।