ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুড়িমারী স্থলবন্দর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
বুড়িমারী স্থলবন্দর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা

লালমনিরহাট: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ২২-৩১ মার্চ পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় পত্র বিনিময়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও সরকারি সিদ্ধান্তে স্থলবন্দর বন্ধের ঘোষণা করা হয়।  

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ভারত সরকার তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে ২২-৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

এ কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র আটকা পড়া বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের নিজ নিজ দেশে ফিরতে ইমিগ্রেশন খোলা থাকবে।  

বুড়িমারী চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, স্থলবন্দর বন্ধ থাকবে। শুধুমাত্র ইমিগ্রেশন চালু থাকবে। তবে নিজ দেশে ফিরতে পারবেন উভয় দেশের পাসপোর্টধারী নাগরিকরা।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বাংলানিউজকে বলেন, ভারত সরকার করোনা মোকাবেলায় তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করায় বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রমও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।