ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা পরীক্ষার কিট সংগ্রহে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
করোনা পরীক্ষার কিট সংগ্রহে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

ঢাকা: করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারি তহবিলে ২৫ লাখ টাকার চেক প্রদান করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (২৫ মার্চ) রিহ্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে ওই চেক হস্তান্তর করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটে সরকারের কাছে কোনো ধরনের দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এ সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
ইএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।