ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাস্থ্যকর্মী-সাংবাদিকদের পিপিই দেবে স্নোটেক্স গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
স্বাস্থ্যকর্মী-সাংবাদিকদের পিপিই দেবে স্নোটেক্স গ্রুপ পিপিই

ঢাকা: দেশের খ্যাতনামা রপ্তানিমুখী পোশাক শিল্পপরিবার স্নোটেক্স গ্রুপ করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে।

এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), এম অ্যান্ড এস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের মধ্যে সরবরাহ করা হবে।

প্রাথমিকভাবে, স্নোটেক্সের তৈরি ৫শ পিপিই চিকিৎসকদের দেওয়া হবে তাদের মতামত সংগ্রহের জন্য।

পরবর্তী সময়ে এই মতামতের পরিপ্রেক্ষিতে পিপিইর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।   পিপিইর ক্ষেত্রে, সম্পূর্ণরূপে অলাভজনক হিসেবে কাজ করবে স্নোটেক্স। শতভাগ পলিস্টার টাফেটারের উপরে পিইউ কোটিংয়ের ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে তৈরি করা হচ্ছে। এগুলো শতভাগ প্রফেশনাল পিপিই না হলেও সংকটময় মুহূর্তে জীবনরক্ষার্থে অনেকাংশেই সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।