ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈদেশিক বাণিজ্য শাখায় লেনদেন দুপুর ২টা পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
বৈদেশিক বাণিজ্য শাখায় লেনদেন দুপুর ২টা পর্যন্ত

ঢাকা: জরুরি বৈদেশিক বাণিজ্যে লেনদেন করার সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। এজন্য নির্দিষ্ট কিছু শাখায় লেনদেন করা যাবে দুপুর ২টা পর্যন্ত।

৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে লেনদেন করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।

এতে বলা হয়েছে, জরুরি বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় নির্বাচিত অথোরাইজড ডিলার (এডি) শাখায় লেনদেনের সময় একঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হলো। তবে সাধারণ ব্যাংকিং এ সময়ের বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে ব্যাংকে লেনদেনের সময় পুনঃনির্ধারণ করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে। অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।