ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা সংকট মোকাবিলায় স্মাইল ক্রিয়েটরের ৩ প্রকল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
করোনা সংকট মোকাবিলায় স্মাইল ক্রিয়েটরের ৩ প্রকল্প করোনা সংকট মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিইসহ স্মাইল ক্রিয়েটরের কর্মীরা

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো এগিয়ে এসেছে বেসরকারি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান স্মাইল ক্রিয়েটর। তিনটি প্রকল্পের মাধ্যমে তারা করোনা সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে।

রোববার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, করোনা সংকট মোকাবিলায় স্মাইল ক্রিয়েটরের তিন প্রকল্প হলো, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ, পরিস্থিতির শিকার পরিবারগুলোকে সহায়তা ও অসহায় পথ-পশুর খাবার ব্যবস্থা।

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সামনে থাকা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও স্যানিটাইজার প্রতিষ্ঠানটি সরবরাহ করছে। এরই মধ্যে ঢাকার বারডেম, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সমাজসেবা অধিদপ্তর, রংপুর মেডিক্যাল কলেজ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজসহ ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নেত্রকোনা, ফরিদপুর, চাঁদপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বগুড়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পিপিই ও স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিস্থিতির শিকার পরিবারগুলোকে সহায়তা প্রকল্পে করোনা মোকাবিলায় সারাদেশে সাধারণ ছুটি ও লকডাউনের ফলে ঘরবন্দী মানুষকে নিত্যদিনের বাজার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ঢাকা, খুলনা, বরিশাল, চাঁদপুর, ময়মনসিংহ, চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন এলাকার দিনমজুর, মধ্যবিত্ত ও পরিস্থিতির শিকার অন্য অসহায় পরিবারগুলোতে নিয়মিত বাজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া মানুষের পাশাপাশি অসহায় পথ-পশুর খাবার ব্যবস্থা প্রকল্পের মাধ্যমে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর, বিড়ালসহ নির্বাক পশুদের প্রতিষ্ঠানটি খাবার সরবরাহ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্মাইল ক্রিয়েটর এর মাধ্যমে যারা আর্থিক অনুদান সরবরাহ করতে চান তারা বিকাশ ও রকেটের মাধ্যমে নিচের নাম্বারগুলোতে সহায়তা পাঠাতে পারেন;

০১৯৩৬৯৫২৯৮১ (বিকাশ), ০১৯৯২৫৯৯৫৫৮ (বিকাশ), ০১৮৭২৫৬৬৬৯৮(বিকাশ), ০১৫২১৪৩৪৪৪১৪(রকেট)

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।