ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৫ বছর পূর্তিতে অনলাইনে প্রাইম ব্যাংকের সংবাদ সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
২৫ বছর পূর্তিতে অনলাইনে প্রাইম ব্যাংকের সংবাদ সম্মেলন

ঢাকা: গ্রাহক সেবা ও সফলতার আরও একটি বছর পার করলো বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড। তবে, ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাংকটি দেশের করোনা পরিস্থিতি কথা চিন্তা করে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

রোববার (১৯ এপ্রিল) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দেশের ব্যাংকিং খাতে অনলাইন সংবাদ সম্মেলন এটিই প্রথম।

গৌরবময় ২৫ বছরে প্রাইম ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২৫ বছরে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত হয়েছে। অনেক বড় পরিসরে ও আয়োজনের মাধ্যমে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানের করোনাভাইরাস পরিস্থিতির প্রাইম ব্যাংক সব অনুষ্ঠান বাতিল করেছে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলে করোনা ভাইরাস প্রতিরোধের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখবে প্রাইম ব্যাংক।  

অনলাইন সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও উর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান, হেড অব এইচআর জিয়াউর রহমান, সিওও আবদুল হালিম, হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ, হেড অব টিবি, এসএফডি ও আইডি শামস্ আবদুুল্লাহ মোহাইমিন, হেড অব এমএসএমই ব্যাংকিং সৈয়দ এম ওমর তৈয়ব, হেড অব আইটি ইকবাল হোসেন এবং হেড অব ব্র্যান্ড ও কমিউনিকেশন্স নাজমুল করিম চৌধুরী অংশ নেন। সংবাদ সম্মেলনটি প্রাইম ব্যাংকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।  

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে ব্যাংকের চেয়ারম্যান আজম জে. চৌধুরী বলেন, ‘উন্নত প্রোডাক্ট ও সার্ভিস, ধারাবাহিক আর্থিক ফলাফল, করপোরেট সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জাবাবদিহিতার সাহায্যে প্রাইম ব্যাংক এরই মধ্যে ব্যাংকিং খাতে অনন্য স্থান অর্জন করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবার লক্ষ্যে এগিয়ে চলেছে। এসময়ে প্রাইম ব্যাংক নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে চায়। করপোরেট, কনজিউমার, এসএমই বিজনেস সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের সেরা হতে চায় প্রাইম ব্যাংক। ’ 

ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।