ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম ব্যাপক প্রচারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম ব্যাপক প্রচারের নির্দেশ

ঢাকা: করোনা সংকট মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রান্তিকসহ সব খামারি, উৎপাদক, সরবরাহকারী এবং উদ্যোক্তাদের ঋণ গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক অফিস আদেশ জারি করে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে এ সংক্রান্ত প্রচারের নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

অফিস আদেশে জানানো হয়েছে, দেশব্যাপী চলমান করোনা মহামারি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিরূপ প্রভাব ফেলছে।

মাংস, দুধ, ডিমসহ অন্য সামগ্রী উৎপাদন, সরবরাহ ও বিপণনে সরকারের নানামুখী পদক্ষেপের পরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। ফলে খামারি ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারি, উৎপাদক ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

কৃষিখাতে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ গত ১৩ এপ্রিল চলতি মূলধনভিত্তিক কৃষিখাত তথা মৌসুমভিত্তিক ফুল ও ফল চাষ, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে পর্যাপ্ত অর্থ সরবরাহে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম গঠন ও পরিচালনা নীতিমালা জারি করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।