ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্নে চাকরি পেলেন ৩য় লিঙ্গের ৯ ব্যক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
স্বপ্নে চাকরি পেলেন ৩য় লিঙ্গের ৯ ব্যক্তি স্বপ্নে নিয়োগ পাওয়া ৩য় লিঙ্গের নয় কর্মীর সঙ্গে কর্মকর্তারা

সুপারশপ স্বপ্নে চাকরি পেয়েছেন তৃতীয় লিঙ্গের নয় ব্যক্তি। সোমবার (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগ তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বপ্নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া ৩য় লিঙ্গের এ নয় ব্যক্তি হলেন আব্দুল রহিম মুন, নিশি, আকাশ আহমেদ, লিটন, নীলা, তমা, সানি, তানিম মিয়া ও বিল্লাল ।

তারা এখন থেকে ‘স্বপ্নে’র ডিস্ট্রিবিউশন সেন্টার ও আউটলেটে বিভিন্ন পদে কাজ করবেন।

নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার সময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ডিস্ট্রিবিউশন সেন্টারের প্রধান মহিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ রিজভী রনী, বন্ধু সংগঠনের মিডিয়া ফেলো শরিফুল ইসলাম পলাশসহ অনেকে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।