ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটকল শ্রমিকদের বেতন পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
পাটকল শ্রমিকদের বেতন পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের মার্চ-এপ্রিল পর্যন্ত বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার।

সোমবার (২৭ এপ্রিল) অর্থমন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ করে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঐকান্তিক চেস্টায় বরাদ্দ করা এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে জমা দেওয়া হবে।

অর্থমন্ত্রণালয়ের ২৬ এপ্রিল স্বাক্ষরিত এক  চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অর্থমন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা দিয়েছে। এ টাকা ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসাবে বরাদ্দ দেওয়া হলো। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এ টাকা পরিশোধ করতে হবে। আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

এতে আর বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতিত অন্যকোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনও অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।