ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের নতুন চিফ সিডিএসও সোলায়মান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
গ্রামীণফোনের নতুন চিফ সিডিএসও সোলায়মান

ঢাকা: গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) সোলায়মান আলম। তিনি ২২ এপ্রিল (বুধবার) থেকে দায়িত্ব পালন করছেন। যদিও গত ১ জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত চিফ সিডিএসও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

এতে জানানো হয়, ২০১৬ সালে হেড অব মার্কেটিং হিসেবে গ্রামীণফোনে ক্যারিয়ার শুরু করেন সোলায়মান আলম।

এরপর ২০১৭ সালে তিনি গ্রামীণফোনের ডিজিটাল ডিভিশনের দায়িত্ব নেন এবং গ্রামীণফোনকে একটি নতুন ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নেতৃত্বের বিকাশে সোলায়মান অসামান্য অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে উদ্ভাবনের মাধ্যমে দ্রুততার সঙ্গে কাজ করার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত পদ্ধতি ও উদ্ভাবনী মানসিকতার কারণে সে সুপরিচিত। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কমার্শিয়াল ভ্যালু চেইনের সব কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গেও সোলায়মান যুক্ত ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে, চরম প্রতিযোগিতামূলক বাজারে কাজের নতুন ধরন, উদ্ভাবন ও দ্রুততার সঙ্গে কাজ করা, গতিশীল প্রবৃদ্ধিতে মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পার্থক্য গড়ে তোলার মাধ্যমে পরিবর্তিত ডিজিটাল সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে সোলায়মান তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন। ’

সোলায়মান আলম বলেন, ‘এ প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি গর্বিত এবং একইসঙ্গে গ্রামীণফোনের দক্ষ লিডারশিপ টিমের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। গ্রামীণফোন অসাধারণ প্রতিষ্ঠান, এখানে অনেকেই কাজ করেন যারা মেধা বিবেচনায় বৈশ্বিকভাবেও সুপরিচিত। চার বছর আগে গ্রামীণফোনে যোগ দেওয়ার পর পুরো প্রতিষ্ঠানের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে, আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সব ধরনের সহযোগিতা করার জন্য আমি আমার টিমের (যারা আমার সঙ্গে বর্তমানে এবং আগেও কাজ করেছেন) প্রতি কৃতজ্ঞ। ’

সোলায়মান বলেন, ‘নতুন এ চ্যালেঞ্জিং পদ নিয়ে আমি রোমাঞ্চিত। বর্তমান সময় পুরো বিশ্ব এবং আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সমাজের ক্ষমতায়নে আমাদের কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করার এখনই সুযোগ। ডিজিটাল রূপান্তরের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এরই মধ্যে যা অর্জন করেছে তা নিয়ে আমি গর্বিত এবং ডিজিটাল উদ্ভাবন ও সক্ষমতা বিকাশের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে আমাদের অঙ্গীকারকেও আমি পুর্নব্যক্ত করতে চাই। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ায় সবসময় উদ্ভাবনী মনোভাবের এ রকম অসাধারণ দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য নিঃসন্দেহে গর্বের। ’

গ্রামীণফোনে যোগদানের পূর্বে সোলায়মান আলম বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।