ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের চিকিৎসায় সোয়া ৬ কোটি টাকা দিল ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ৬, ২০২০
শ্রমিকদের চিকিৎসায় সোয়া ৬ কোটি টাকা দিল ফাউন্ডেশন

ঢাকা: প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত কর্মস্থলে দুর্ঘটনায় নিহত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা অসুস্থ এমন দুই হাজার শ্রমিককে প্রায় সোয়া ছয় কোটি টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।

বুধবার (৬ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিৎসার জন্য আবেদন করা শ্রমিকদের আবেদন যাচাই-বাছাই শেষে এক হাজার ৯শ ৬০ জন শ্রমিকের নিজ নিজ নামে ইস্যু করা ছয় কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক গত কয়েকদিনে শ্রম অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।

দরিদ্র অসহায় শ্রমিকদের চিকিৎসা সহায়তার বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হক জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন হয় শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের এ ধরনের সহায়তায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, করোনার এই মহাদুর্যোগের সময় চিকিৎসা সহায়তার এ অর্থ তাদের অনেক উপকারে আসবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম মন্নুজান সুফিয়ানের গতিশীল নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সব সময় শ্রমিকদের কল্যাণে পাশে আছে। প্রতিমন্ত্রীর সময়োপযোগী দিকনির্দেশনায় অসহায় শ্রমিকদের এমন সহায়তায় কাজ করে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৬, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।