ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশব্যাপী এনআরবিসি ব্যাংকের সুরক্ষাসামগ্রী বিতরণ অব্যাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১১, ২০২০
দেশব্যাপী এনআরবিসি ব্যাংকের সুরক্ষাসামগ্রী বিতরণ অব্যাহত

ঢাকা: এনআরবিসি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী ব্যাংকের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করে চলেছে। 

বিতরণের অব্যাহত ধারায় এর আগে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্য জরুরি সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং দেশব্যাপী ৩০টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী সরবরাহের পর বিগত কয়েকদিনে নিম্নোক্ত স্থানসমূহে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক পিপিই, কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা হস্তান্তর করা হয়।

১. শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর।

 
২. বনানী ক্লিনিক লিমিটেড, ঢাকা।  
৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পিডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ, ঢাকা।
৪. সিভিল সার্জন, ঢাকা।
৫. সিকিউরিটি ইন-চার্জের কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৭. রাজবাড়ী সদর হাসপাতাল।
৮. পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, রাজবাড়ী।
৯. পাংশা মডেল থানা ও উপজেলার কসবামাজাইল পুলিশ ফাঁড়ি, রাজবাড়ী।
১০. নোয়াখালী জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা)।
১১. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১২. রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, লক্ষ্মীপুর।
১৩. খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল্
১৪. রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল।
১৫. রাজশাহী সিটি করপোরেশন (নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য)।  
১৬. ভৈরব অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল।
১৭. উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল।
১৮. ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।
১৯. রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম।

বিতরণের অব্যাহত ধারায় এ পর্যন্ত সুরক্ষাসামগ্রী হিসেবে প্রায় ৫০০০ এর অধিক পিপিই, ৫০০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ১০০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৮০০ এর অধিক বিশেষ চশমা ও ১৫০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও দেশের এ দুর্যোগকালীন এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষাসামগ্রী বিতরণের এ মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১১, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।