ঢাকা: প্রস্তাবিত বাজেটে করের হার কমিয়ে এর আওতা বৃদ্ধি ও উৎপাদনশীল খাতে কালো টাকা বিনিয়োগের সুুযোগ অব্যহত রাখার সুপারিশ করেছেন বিদেশি উদ্যোক্তাদের সংগঠন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)।
আজ বুধবার রাজধানীর গুলশানের ওয়েস্ট ইন হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এফআইসিসিআই নেতৃবৃন্দ এ সুপারিশ করেন।
সংগঠনের সভাপতি হামীম রহমতুল্লাহ বলের, ‘দেশ পরিচালনার জন্য রাজস্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে। কিন্তু রাজস্ব আয় বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের মেরে ফেলে দেশ চালানো যাবে না। তাদেরকে বাঁচিয়ে রেখেই দেশ চালাতে হবে। ’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে করের হার এমনভাবে বাড়ানো হয়েছে তাতে যারা কর দিচ্ছেন তাদের ওপর আরো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এটি না করে করের আওতা আরো বাড়ানো উচিত এবং নুন্যতম হলেও সবাইকে করের আওতায় আনা উচিত। ’
সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মতিন এবং কর বিষয়ক উপদেষ্টা ড. কাইউম খান এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৩ জুন, ২০১০