ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএমএসএমই খাতের ঋণ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
সিএমএসএমই খাতের ঋণ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ

ঢাকা: করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএসএমই) খাতের জন্য সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ আগস্ট) প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেওয়া হয়।

গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৫টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে উদ্যোক্তাদের সহযোগিতা করছে না, এমন অভিযোগ আসার পরে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। বৈঠকে নতুন নির্দেশনা আসার পরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ৩১ অক্টোবর পর্যন্ত সময় চান।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।