ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ওয়েবসাইট বিভ্রাটের কারণ জানতে চেয়েছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ডিএসইর ওয়েবসাইট বিভ্রাটের কারণ জানতে চেয়েছে বিএসইসি ছবি: বাংলানিউজ

ঢাকা: আপডেট ভার্সন চালুর পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট নিয়ে বিভ্রাট দেখা দেয়। ফলে ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা।

 

এতে অনেক বিনিয়োগকারী ক্ষোভও প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ডিএসইর এ ওয়েবসাইট বিড়ম্বনার ঘটনায় কারণ দর্শানোর চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৩ আগস্ট) বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বিএসইসির কার্যালয়ে ডেকে নিয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

এদিকে গত বুধবার (১৯ আগস্ট) আপডেট ভার্সনের ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন শুরু করে ডিএসই। ওয়েবসাইটের নতুন এ সংস্করণ চালুর পর থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে বিড়ম্বনায় পড়েন বিনিয়োগকারীরা।

অপরদিকে, ওয়েবসাইটের নতুন সংস্করণ চালুর আগে মঙ্গলবার ডিএসই বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে। যা ব্যবহারকরীর চাহিদা অনুযায়ী প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেজের (এএমপি) বৈশিষ্ট্যগুলোর সঙ্গে স্বয়ক্রিয়ভাবে সামঞ্জস্য বজায় রাখবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।