ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় পাট রপ্তানির সোনালি দিন, নতুন বাজার খোঁজার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
করোনায় পাট রপ্তানির সোনালি দিন, নতুন বাজার খোঁজার নির্দেশ

ঢাকা: করোনা মহামারিতে দেশের সার্বিক রপ্তানি কমলেও পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাজার খুঁজতে নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে পাট পণ্যসহ কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ‍বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত এক বছরে বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের রপ্তানির কী অবস্থা হলো, ধারণা ছিলো ম্যাসিভ ডিজাস্টার হবে। কিন্তু দেখা গেলো এ সময়ে মাত্র ১৫ শতাংশ রপ্তানি কম হয়েছে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পরও মোট রপ্তানি গত বছরের তুলনায় ১৫ শতাংশ কম হয়েছে।

কিন্তু পাট রপ্তানি অনেক বেড়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের জন্য এটা একটা নতুন দিগন্ত। এ সময়ে পাট পণ্যের রপ্তানি ব্যাপক বেড়েছে। তাই মন্ত্রিসভা থেকে বিশেষ অবজার্ভেশন দেওয়া হয়েছে, বিশ্ববাজারে পাট ও কৃষিপণ্যের অবদান বাড়াতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু বিশ্ববাজারে জুটের চাহিদা প্রচুর, তাই ক্যাবিনেট থেকে জুটসহ অন্যান্য কৃষি পণ্যগুলোকে কীভাবে বিশ্ববাজারে এক্সপ্লোর (নতুন নতুন বাজার খুঁজে সম্প্রসারণ) করার বিষয়ে কাজ করার জন্য বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।