ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ওয়েবসাইট নিয়ে ট্রেনিং প্রোগ্রাম বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
ডিএসইর ওয়েবসাইট নিয়ে ট্রেনিং প্রোগ্রাম বুধবার ডিএসইর লোগো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ব্যবহার করা নিয়ে ট্রেনিং প্রোগ্রাম বুধবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ডিএসইর ডিজিএম ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে। ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ট্রেনিং প্রোগ্রামটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম), বিএসইসি ও ডিএসইর ট্রেনিং একাডেমি।

আগ্রহীরা নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।