ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার থেকে নতুন নির্দেশনায় জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
বুধবার থেকে নতুন নির্দেশনায় জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন প্রতীকি ছবি

ঢাকা: বুধবার থেকে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নতুন নির্দেশনা অনুসারে হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, জেড ক্যাটাগরির শেয়ারে (স্পট মার্কেট ব্যতিত) সেটেলমেন্ট কার্যক্রম টি+৩-তে সম্পন্ন হবে। পরপর দু’বছর নগদ লভ্যাংশ প্রদানে ব্যর্থ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে।

এছাড়া নির্দিষ্ট সময়ে এজিএম করতে ব্যর্থ হলে, ৬ মাস উৎপাদন বন্ধ থাকলে, পরপর ২ বছর পরিচালন লোকসান ও ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ এবং পরিশোধিত মূলধনের চেয়ে সংরক্ষিত আয় বেশি ঋণাত্মক হওয়া কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হবে। শুধু তাই নয় সিকিউরিটিজ আইন ভঙের দায়ে কমিশনের অনুমোদন সাপেক্ষে কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে।

জেড ক্যাটাগরি নিয়ে কমিশনের আরেক নির্দেশনায় বলা হয়েছে, এই ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা কমিশনের অনুমোদন ছাড়া কোন ধরনের ক্রয়-বিক্রয়, হস্তান্তর ও বন্ধকী দিতে পারবে না। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠন করতে হবে। এক্ষেত্রে কমিশন এক বা একাধিক স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে। আর ‘জেড’ ক্যাটাগরির সকল কোম্পানি আগামি ৬ মাসের মধ্যে এজিএম বা ইজিএম আয়োজন করবে।

এদিকে বিদ্যমান বোর্ড পুনর্গঠন করতে ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদেরকে শেয়ার বাজারে কোনো তালিকাভুক্ত কোম্পানি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে থাকার সুযোগ থাকবে না বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় কমানোসহ জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতেও সুশাসন প্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করায় বুধবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।