ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা চেয়ারম্যান ও বেজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
বসুন্ধরা চেয়ারম্যান ও বেজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ বসুন্ধরা চেয়ারম্যানের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর বিষয়ক প্রকাশনা তুলে দিচ্ছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পাশে বেজার নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) মো. হারুনুর রশিদ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বেজা কার্যালয়ে ওই সাক্ষাতে বসুন্ধরা চেয়ারম্যানের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর বিষয়ক প্রকাশনা তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান।

 

এ সময় উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) মো. হারুনুর রশিদ।  

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকার দেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ- পিপিপির মাধ্যমে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে একটি অর্থনৈতিক জোন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ উপলক্ষে ২০১০ সালের একটি সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ইকনোমিক জোনস অথোরিটি- বেজা গঠন করে।

দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অপেক্ষাকৃত অনুন্নত ও পশ্চাৎপদ এলাকাসহ সকল সম্ভাবনাময় স্থানে শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করাই বেজার উদ্দেশ্য। বেজার সদর দপ্তর প্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থিত। এর মূল কার্যক্রম পরিচালিত হয় সেখান থেকেই। এর কার্যক্রম তাৎপর্যপূর্ণ বলে সরকার এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। বেজার পরিচালনায় তিন স্তরের একটি ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে গভর্নিং বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড ও বেজা সচিবালয় এক সঙ্গে কাজ করে।

গভর্নিং বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চেয়ারম্যান। এতে সদস্য সচিব নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। যেখানে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, কৃষি, ডাক ও তার, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য, পানি, বিদ্যুৎ, খনিজ, বন পরিবেশ, যোগাযোগ, নৌ-মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ এই বোর্ডের সদস্য। এরপর নির্বাহী চেয়ারম্যানের অধীনে তিনজন অতিরিক্ত সচিবকে নিয়ে গঠন করা হয়েছে এক্সিকিউটিভ বোর্ড যা উপসচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে গড়া ৭২ জনের বেজা সচিবালয় পরিচালনা করে থাকে।  

পবন চৌধুরী বাঙালি বৌদ্ধদের মধ্যে প্রথম সচিব। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে থাইল্যান্ডের বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। তাকে ২০১৪ সালের ১৬ অক্টোবর সরকারের এক আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।