ঢাকা: তামাকের কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি জরুরি বলে উল্লেখ করেছেন তামাক বিরোধী জোটের আলোচকবৃন্দ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর ট্যোবাকো ট্যাক্স পলিসি এবং ট্যোবাকো কন্ট্রোল অ্যান্ড রির্সাচ সেলের যৌথ আয়োজনে ডব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত্য সভাকক্ষে তামাক কোম্পানির কর ফাঁকি রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ কথা উল্লেখ করেন।
এদিন রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
'তামাক কর ফাঁকি রোধে আধুনিকায়ন' বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প অফিসার মিঠুন বৈদ্য।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরুদ্দীন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহা।
সভায় বক্তারা বলেন, তামাকের উপর কর বৃদ্ধিই তামাক নিয়ন্ত্রণে সর্বোৎকৃষ্ট কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়। কিন্তু বাংলাদেশে প্রচলিত বর্তমান ক্রটিপূর্ণ কর ব্যবস্থা তামাক কোম্পানিকে কর ফাঁকির সুযোগ তৈরি করছে। তামাকের কর ব্যবস্থার আধুনিকায়ন করা হলে দেশে তামাক থেকে রাজস্ব আদায় কয়েকগুণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কর ফাঁকি রোধে ট্রাকিং, মনিটরিং পদ্ধতি ডিজিটালাইলেশন করা জরুরি।
সভায় বিএনটিটিপি, টিসিআরসি, বিইআর, ইন্সিটিউট অফ ওয়েলবিইং, দিশারী মহিলা কল্যাণ সমিতি, সুজন, বাঁচতে শিখো নারী, বিআরডিএসসহ বিভিন্ন সংগঠনের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
আরকেআর/এমএইচএম