ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের প্রথম অনলাইন ‘শস্য উৎসব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ১, ২০২১
দেশের প্রথম অনলাইন ‘শস্য উৎসব’

ঢাকা: দেশের অন্যতম হোলসেইল মার্কেটপ্লেস ‘সদাগরডটকম’ এর আয়োজনে ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন হলো কৃষকের হাসিমুখ ফোটাতে ‘সদাগর শস্য উৎসব ২০২১’। এবারের আয়োজনের স্লোগান ‘শস্যই নিশ্চয়তা,  শস্যই সমৃদ্ধি’।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘সদাগর শস্য  উৎসব ২০২১’ এর আয়োজনে একজন পাইকারি উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবে, যা এতদিনের সর্বোচ্চ পাইকারি অফার।  

প্রতিষ্ঠানটি আরও জানায়, একজন উদ্যোক্তা একদিনে ৫ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন চাল অর্ডার করতে পারবেন এবং বুকিং এর তারিখ থেকে প্রথম সাতদিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পেয়ে যাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাগর ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরী,  চিফ স্ট্রাটেজি অফিসার জাহিদুল আলম শাহ, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান, ‘শস্য উৎসব ২০২১’ এর প্রজেক্ট ডিরেক্টর নোমান রবিন, জনপ্রিয় সংগীত শিল্পী নাসিম আলী খান প্রমুখ।

সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী বলেন, ‘আমাদের শস্য উৎসবের মূল উদ্দেশ্য সরাসরি কৃষকের ঘর থেকে শস্য পৌঁছে যাবে পাইকারির ঘরে। কৃষক পাবে ন্যায্যমূল্য, পাইকারি ব্যবসায় আসবে সর্বোচ্চ গতি আর এজন্য দরকার পাইকারি ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আমাদের সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় সবসময় মানুষের পাশে থাকতে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ০১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।