ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চারদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২১
চারদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে রপ্তানি শুরু আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ মে) থেকে দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে দু'দেশের স্থলবন্দরে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে সোমবার থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রড, পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।