ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে হায়ারের এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০২১
দেশে হায়ারের এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার উদ্বোধন

ঢাকা: বাংলাদেশে হায়ার তাদের প্রথম ‘স্টেট অব দ্য আর্ট’ কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, প্রেসিডেন্ট শানিউর টি আই এম নবী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

হায়ার তাদের বাংলাদেশের কাস্টমারের কথা বিবেচনায় করে এবং সর্বোচ্চ সেবা দানের লক্ষ্য নিয়ে ঢাকার মিরপুরে এই এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় শো-রুম এবং সার্ভিস সেন্টার চালু করা হবে।

ক্রেতাদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা দানে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকায় ডোর-টু-ডোর গ্রাহকসেবা চালু করেছে ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ। সার্ভিস পেতে গ্রাহককে 09666880099 নাম্বারে কল করে নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।